ত্রিশটি রোজা শেষ করে
এলো ঈদুল ফিতর,
খুশি হলো মুমিন বান্দা
খুশি শিশু-কিশোর।
ঈদের দিন পরবে সবে
নতুন নতুন জামা,
রাত্রি শেষে সকাল হলে
হাসবে সূর্যি মামা।
লাচ্ছি,নুডলস রান্না হবে
প্রত্যেক বাড়ি বাড়ি,
গোসল শেষে নতুন জামা
পরো তাড়াতাড়ি।
ঈদুল ফিতর সবার তরে
বয়ে আনুক শান্তি,
সবার থেকে তাড়িয়ে দিক
বাধা ও অশান্তি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com