চীয়া চিউচিউ চীয়া চিউচিউ
ইষ্টকুটুম ডাকলো ওই,
আসবে বাসায় মিষ্টি কুটুম
মাগো তুমি গেলে কই?
হলুদ বরণ ওই পাখিটার
ডাক শুনে মন নাচে'রে,
মামা-মামীর সাথে ছোটন
এই না বুঝি আসে'রে।
চোখদুটো লাল মিষ্টি ঠোঁটে
বউ কথা কয় সোনাবউ,
মায়ের হাতের তালের পিঠা
দারুণ স্বাদে রসের মৌ।
ছুটছে খোকা পাকঘরেতে
খুকি ছুটছে তার পিছু,
মায়ের কাছে বলছে দুজন
আসবে ছোটন কর কিছু।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com