আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে প্রথম এবং সব মিলিয়ে তৃতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টিতে দুটি হ্যাটট্রিক করলেন বাংলাদেশের ফারিহা ইসলাম। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে এই মাইলফলক স্পর্শ করেন টাইগ্রেস বাঁহাতি এই মিডিয়াম পেসার। আজ মঙ্গলবার (২ এপ্রিল) মিরপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের শেষ ওভারে এলিস পেরি, সোফি মলিনু ও বেথ মুনিকে আউট করে ক্যারিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিক পূর্ণ করেন ফারিহা তৃষ্ণা। ম্যাচে ৪ ওভার বোলিং করে ১ মেইডেনসহ ৪ উইকেট শিকার করেন ২১ রান দিয়ে।
এর আগে ২০২২ সালে মালয়েশিয়ার বিপক্ষে অভিষেকেই প্রথম হ্যাটট্রিক করেছিলেন তৃষ্ণা। বাংলাদেশের বাঁহাতি এই পেসারই একমাত্র বোলার যিনি দুবার হ্যাটট্রিকের কৃতিত্ব গড়লেন। ফারিহা ছাড়া বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক আছে শুধু ফাহিমা খাতুনের।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com