রোযার শেষে আল্লাহর ঘরে
যাচ্ছে ইতি কাফে,
নিশিদিনে'ই করছে ইবাদত
খুশি রাখছে তাকে।
করছে আদায় সময় মতো
পাঁচ ওয়াক্ত সালাত,
মসজিদ মাঝে সারা বেলায়
থাকছে দিন রাত।
ইবাদত করলে আল্লাহ যেন
হবেন অনেক খুশি,
ভালোবেসে প্রতিদান স্বরুপ
দিবেন নেকি বেশি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com