ইচ্ছে করে ছাত্র সেজে
কিতাব নেই ফের হাতে,
আল্লাহ্ এবং নবীর বাণী
পড়ি দিনে রাতে।
ছাত্র যবে ছিলাম আমি
তখন ছিলাম ভালো,
কর্মতে পা রাখার পরে
চোখে দেখি কালো।
লেখাপড়ার সময়কালিন
আদর করতো সবে,
পাবো কী আর সেই না আদর
ছাত্র ছাড়া তবে?
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com