ফিরতে চাই তোমার ভালোবাসার আঙিনায়,
হাঙর ক্ষুধা জয় করে
শুদ্ধতার গোপন কুঠুরি ছুঁতে চাই একটিবার।
আত্মবিশ্বাসকে মুঠোয় চেপে
ভন্ডামির প্রতিবাদে দাঁড়াতে চাই
আকাশে উড়াল দিতে চাই
নক্ষত্র হবার বাসনায়।
কলমের সংস্পর্শে আদর্শের সাঁড়াশিতে
শান দেব বারবার।
সত্যের আয়নাতে আলোর
ফুলকি ছড়াতে চাই,
দ্বিধার কুয়াশা কাটিয়ে
কর্মের প্রতীক্ষাকে উষ্ণ আলিঙ্গনে
ছুটি দেব শেষবার।