প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৭:০০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৩, ২০২৩, ২:৫৯ অপরাহ্ণ
ইচ্ছা
হতে চাই আমি প্রকৃত মানুষ
অর্জন করতে চাই মনুষ্যত্ব।
মানুষরূপী পশু হতে চায় না কভু
আমি যে মনুষ্যত্ব অর্জনে দায়বদ্ধ।
হতে চাই আমি মানুষের মতো মানুষ এক
হতে চাই আমি বলবীর।
অধিকার আদায়ের সংগ্রামের নটরাজ হয়ে
উঁচু রাখতে চাই নিজ শির।
হতে চাই আমি চিরসৈনিক
হতে চাই বঞ্চিত শ্রেণীর রণবীর।
দেখতে চাই পুরো দুনিয়াটা ঘুরে
হতে চাই আমি দক্ষ মুসাফির।
হতে চাই আমি খালিদ বিন ওয়ালিদ
হতে চাই অসহায়ের মহাবীর।
আল্লাহকে ছাড়া কাউকে মানি না
রাখতে চাই মুখে সর্বদা উচ্চারিত
নারায়ে তাকবীর।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com