পাকা পাকা ধান নিয়ে যায়
ইঁদুর পেল জব,
গর্তে ভরে কৃষানের ধান
করছে যে উৎসব।
মাটি খুঁড়ে মাঠের মাঝে
ইঁদুর করছে বাড়ি,
পিঠা খাবে ইঁদুর রানী
হুকুম পালন তারি।
গেছো ইঁদুর মহা খুশি
নবান্ন যে এলো,
কাঁচা পাকা ফসলেরই
বাড়ি ভরে গেল।
নষ্ট করে ক্ষেতের ধান
হচ্ছে মহা ভোজ?
ইঁদুর মশাই দিতে হবে
গরম পানির ডোজ।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com