কুটুস কুটুস কাটে
খাবার পেলে চাঁটে
শব্দতে দেয় ছুট
আঁধার ঘরে খেলে
খাবার কিছু পেলে
অমনি কাটে কুট।
জামা করে ফুটো
করে ঘরে লুট ও
লম্ভা বড় লেজ
দৌড়ে দৌড়ে ছুটে
তাবৎ কিছু খুঁটে
গায়ে ভারি তেজ।
যেথা সেথায় হাঁটে
জোড়া দিঘির মাঠে
রোজই কাঁটে ধান
চিকন বড় দাঁতে
ধার লাগেনা তাতে
স্বপ্ন কেটে খান।