আহা রে জীবন!
এ বিচিত্র ভুবন।
কষ্টের সমীকরণ,
ছুঁয়ে গেছে জীবন।
যোগ বিয়োগ গুণ ভাগ,
করেও হয়না সমাধান।
দিনলিপি রচনা করি,
দিনের পর দিন।
এই জীবন প্রবাহ
কী নিদারুণ।
এ জীবন কী অদ্ভুত?
বিরামচিহ্ন বিহীন।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com