আহলান সাহলান হে রমাদান
উদিত চাঁদের আগমন,
স্বাগতমে শাহরুল কুরআন
প্রবাহিত বৃদ্ধি সম্মান।
বছর ঘুরে এলো নাজাতে
রহমত, মাগফিরাত, সাজাতে,
মুমিনদের বার্তা বুঝাতে
ধ্বংসলয় শত নিভাতে।
তিনটি নিয়ামত সারাক্ষণ
থাকবে চলমান প্রতিক্ষণ,
মুসলিম হয়ে ধর্ম সাধন
সালাত কায়েমে বিচরণ।
রোজা রাখি অলস ছেড়ে
দারিদ্রতা যাবে মরে,
নিয়ামতের বৃষ্টি ঝরে
অসৎ যাবে দূরে সরে।
কুরআন নাযিল মাসটি এটি
রবের সাথে করবো জুটি,
মজবুত করো কলপ ত্রুটি
ইসলাম ধর্মের পাঁচটি খুঁটি।