আসিতেছে সেই দিন অপেক্ষা মাত্র
যে দিনে মানুষ তাহার
অধিকার পাইবে না তো।
আসিতেছে সেই দিন অপেক্ষা মাত্র
ঘুষ ছাড়া চাকরি হইবে না তো।
আসিতেছে সেই দিন অপেক্ষা মাত্র
যোগ্যতা দিয়ে মানুষ চেনা যায়বে না তো।
আসিতেছে সেই দিন অপেক্ষা মাত্র
প্রতিভা গুলি রাস্তায় রাস্তায় হবে যে নষ্ট।
আসিতেছে সেই দিন অপেক্ষা মাত্র
ঘুষ ছাড়া পৃথিবী চলবে না তো।
আসিতেছে সেই দিন অপেক্ষা মাত্র
শিক্ষিতই ছেয়ে যাবে পৃথিবী
কিন্তু সুশিক্ষিত নয় তো।
বেশি দিন নয় আর বেশিদিন নয়
অপেক্ষা মাত্র।
ভয়ানক পরিস্থিতির শিকার হতে চলেছে
আগামীর পৃথিবীটা শুধু অপেক্ষা মাত্র।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com