জবান করো ঠিক মুসলমান, জবান করো ঠিক,
আশরাফুল মাখলুকাত তুমি, সৃষ্টির সেরা জিব,
ছেড়ে দাও তুমি, দুনিয়া মুখী সকল ফন্দি ফিকির,
মালিকের প্রিয় প্রেমিক হতে, করো তাহার যিকির।
হালাল টাকায় করো তুমি গাড়ী ঐ বাড়ী,
নবীজি হয় যে খুশি, রাখলে মুখে দাড়ি।
জোর করে করোনা যেন, দখল কারো জমি?
সাত স্তর জমিনের নিচে, থাকবে যেনো? তুমি!
সুদ ঘুষ, খেওনা তুমি, হইও না তবিলদার,
এমন সুন্দর জমিনে তুমি, বাড়িও না পাপের ভার!
ছদ্মবেশে মিথ্যে নিয়ে! চলবে কতো আর?
আখেরাতের দিনে তুমি পাবেনাতো পার!
বিশ্বাস যদি করো তুমি,হবে একদিন মরণ?
তবে তুমি সবর্দা, প্রভুরে করিও স্মরন।