এসো মুমিন আলোর পথে
আল কোরআনের বাণী,
দ্বীনি শিক্ষায় শিক্ষিত হও
তবেই হবে মহাজ্ঞানী।
আলোর দিশারি কোরআন
সুন্দর জীবন বিধান,
আঁকড়ে ধরে বেঁচে থাকো
পাড় করিবে নিধান।
সকাল সন্ধ্যায় পড়ছে যারা
আল কোরআনের আয়াত,
নূরের আলো হৃদয়ে জ্বলে
পায় যে নেক হায়াত।
দ্বীনি শিক্ষার আলো জ্বালিয়ে
করো অন্ধকার দূর,
পাপাচার মুক্ত জীবন গড়ো
জ্বলবে শান্তির নূর।
যিনি আল্লাহ তিনিই রব
সবই তাহার সৃষ্টি,
তারই ইশারায় ঝরে পড়ে
অবিরাম ঝর্ণা বৃষ্টি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com