দাঁড়িয়ে আছি সমুদ্র তীরে,
ঢেউগুলো একে একে করছে ভীড় তীরকে ঘিরে,
একটু নেই ঢেউয়ের মাঝে ক্লান্তির ছাপ,
পর পর আসছে ঢেউ গুলো হয়ে ধাপে ধাপ,
কি সুন্দর প্রকৃতি নিয়ম ও স্বভাব।
এরপর দেখছি আমি সূর্য আলোক রশ্মি
সূর্য হচ্ছে পৃথিবীর সৌন্দর্যের আসল মনি,
পৃথিবীরটা সত্যি অনেক সুন্দর ও অপরুপ,
তার রূপে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকি আর ভাবি হয়ে চুপ।
তার রূপ দেখে হয়ে যায় অন্তর শীতল,
চার দিকে প্রকৃতির সৌন্দর্য করছে ঝলমল,
প্রকৃতি সৌন্দর্য দেখে ভরে যায় আপন মন,
সবর্দা করি তার সৌন্দর্য আমি উৎযাপন।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com