আর কতো দূর গেলে আকাশটা ছোঁবো মা,
আর কতো গ্রাম পারি দেবো পায়ে হেঁটে।
বাঁশ বাগানের ওপাশে দেখলেই মনে হয়,
আকাশটা পড়ে আছে।
গিয়ে দেখি তবুও আকাশটা অনেক দূরে,
আর কতো দূর গেলে আকাশটা ছোঁবো মা।
শুনেছি তুমি নাকি ঐ আকাশের মাঝে,
তাঁরা হয়ে মিশে আছো।
আমি কেমন করে পারি দেবো ঐ আকাশে মা,
আর কতো দূর গেলে আকাশটা ছোঁবো আমি।
সমুদ্রের পাড়ে গিয়ে দেখি,
আকাশটা ও পাড়ে।
সাঁতরাতে সাঁতরাতে তীরে উঠে দেখি,
তবুও আকাশটা অনেক দূরে।
আর কতো দূর গেলে আকাশটা ছোঁবো মা,
কতো দিন হলো তোমায় দেখিনা,
সেই যে গেলে তুমি এই পৃথিবী ছেড়ে।
শুনেছি তুমি নাকি ঐ দূর আকাশে আছো,
আর কতো দূর গেলে আমি আকাশটা ছোঁবো মা।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com