নীরবে কেঁদেছি আমি
তবুও ঝরাইনি চোখের জল ।
বুক ফাটা আর্তনাদ আমার
সবই আজ অচল ।
প্রার্থনা করেছি সব ভূল দূয়ারে
তাই সাড়া দেইনি রহমান ।
কোন এক ঝড়ে উড়িয়ে নিয়েছে তারে
শুধু পড়ে আছে গ্লানি আর অপমান।
তবুও আমি প্রার্থনা করি
তারে যেন সুখে রাখে রহিম রহমান।
ব্যথা ভরা এ হৃদয়
দিয়ে যাবে ভালবাসার প্রতিদান।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com