ভালোবেসে আমি, তোমার ঐ শহরে হারিয়ে যায়…
প্রিয় তোমার ঐ মন বৃত্তে কি; পাওনা খুঁজে আমায়?
তোমার ঐ স্বপ্ন শহরে ঘুরে জানো; ভীষন রকম সুখ পাই!
তাই পাগল হয়েও আমি যেন; তোমার ঐ শহরে হারায়!
দু-চােখ মেলে তোমায় আমি, আনাচে কানাচে খুঁজি!
এমন করে কখনো আমায়, তুমিও খুজোনা বুঝি?
প্রতিটা মূহুর্তে এতো ভালোবাসায়, খুঁজে ফিরি যাকে!
পাবো কি দেখা; বলো মরণের আগে তাঁকে?
জানো খাম্বা; দুরে থেকেও তোমায় আমি, কাছে রাখি খুব!
সোনার পাখি! এসোনা কাছে, আর থেকোনা চুপ!
যেখানেই থাকো তুমি, যেনে নিও এমন শুধু তোমার!
আরও জেনে রেখো; তোমার কাছে যে মন আছে,
ঐ মনটা আমার, শুধুই আমার!
thank you