প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৪, ২০২৫, ৩:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৩, ১২:১১ অপরাহ্ণ
আম পেকেছে তাই
ঘুরঘুর করে ঘুরছে এসে
পাকা আম কে ভালোবেসে
একটা পড়ে যদি -
দৌড়ে গিয়ে খুঁটে আনবে
আশা নিরবধি।
তার আশাতে গুড়ে বালি
লাগছে মনে তালি বালি
শত্রু একজন এলো-
এবার লাগবে কাড়াকাড়ি
কেমনে খবর পেলো?
হঠাৎ একটু বাতাস পেয়ে
কয়টি আম যে পড়লো ধেয়ে
দুজন খুঁটে খুশি,
এবার দুজন মিলেমিশে
ভুলে কে আর দোষী!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com