দাদির হাতের আম দুধ
খোকা খেতে চায়
খোকা তাই ছুটে গিয়ে
দাদির কাছে যায়।
দুধ ভাত মেখে দাদি
পুড়ে দেয় মুখে
চোখ বুজে খোকন সোনা
খায় গিলে সুখে।
রোজ রোজ আম দুধ
চায় সে খেতে
দাদি তাই আম দুধ
মেখে দেয় পাতে।
দুধ ভাত পেয়ে খোকা
খায় গপাগপ
এতটুকু থাকেনা ভাত
খেয়ে নেয় সব।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com