এসো সবে আম বাগানে
খাবো মজার আম,
সঙ্গে আছে কালো কালো
মিষ্টি মধুর জাম।
পূবাল হাওয়া বইছে দেখো
ছুটছে নবীন দল,
খাবো আজকে মজা করে
কাঁচা পাঁকা ফল।
চলো বন্ধু চলো সবে
আম কুড়াতে যাই,
আম কুড়ানোর কী আনন্দ
বলার ভাষা নাই।
বালতি নিয়ে বৃষ্টিভেজে
আম কুড়াবো খুব,
মনের সুখে পুকুর জলে
দিবো আরো ডুব।
কী যে মজা হবে আহা
ক্যামনে বুঝাই ভাই!
আর দেরি নয় চলো সবাই
সময় বেশি নাই।