প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৫, ৮:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১০, ২০২৩, ১২:৩১ অপরাহ্ণ
আমের লোভে ঘুম আসেনা
মধুর রসে মন ভরে যায়
পাকা আম খেলে
মনটা আমার নেচে ওঠে
পাকা আম পেলে।
পাকা আমের আঁটি সমেত
চেটেপুটে খাই
একটা আম ফুরিয়ে গেলে
আরো কিছু চাই।
আমের স্বাদ যায়না ভুলা
মুখে থাকে লেগে
আমের লোভে ঘুম আসেনা
একলা থাকি জেগে।
বাড়ির গাছে ধুপুস করে
পড়লে পাকা আম
মনের সুখে আম খাওয়াটা
শুধুই আমার কাম।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com