আমি মধ্যবিত্ত,
আর মধ্যবিত্ত সমাজ মানেই হলো।
তুমার যাতনার কথা কারো কাছে বলতেও পারবে না,
উজ্জ্বল অনলে জ্বলতেও পারবে না।
তুমি তিন বেলা আহারোও পাচ্ছো না,
ভদ্র সমাজ তাহা বুঝেও বুঝছে না।
তুমি হস্ত পেতে চাইতেও পারবে না,
সুশীল সমাজ তা মেনেও নিবে না।
তুমি উচ্চস্বরে কাঁদতে পারবে না,
লোক সমাজ তাতে সাই দিবে না।
তুমি আবেগ নিয়ে বলতেও পারবে না,
প্রতিপত্তি বান ব্যক্তিরা তা শুনেও শুনবে না।
Carry on
নিয়মিত লেখা পাঠানোর অনুরোধ রইল