আমি বড্ড অভিমানী!
মায়ের এনে দেওয়া ময়না পাখিটা আমার কথার অনুকরণ করত না বলে একদিন তাকে উড়িয়ে দিলাম এক বাদলধারা রাতে।
স্কুলের যে মেয়েটি তার জন্মদিনে আমাকে চকলেট দিতে ভুলে গেছিল ভ্রম করে কখনো আর কথা বলিনি।
আমি বড্ড অভিমানী!
কেউ আমাকে অবহেলা করলে আমি তাকে দ্বিগুণ অবজ্ঞা ফিরিয়ে দিই।
কেউ আমাকে ঘৃণা করলে, তাকে আমি দ্বিগুণ বিতৃষ্ণা ফিরিয়ে দেই ।
প্রিয় শিমুল গাছটাতে ফুল ফুটাতো না বলে প্রচন্ড রাগে তাকে কেটে ছুড়ে ফেলে দিলাম রাস্তার এক কোণে।
আমি বড্ড অভিমানী!
একদিন কিছু মানুষ আমাকে ভালোবাসলো আমি তাদেরকে দ্বিগুণ ভালোবাসলাম।
তারপর, অনেকদিন পর তারা আমাকে ছেড়ে চলে গেল।
আমি ও আমার ভালবাসা নিয়ে দূরে চলে যাবো ভেবে পা বাড়াতেই দেখি, ভালোবাসা আর আমার নেই!
তারপর বহুদিন পর বুঝতে পারলাম_
“কিছু মানুষকে ভালোবাসা দিয়ে দিলে তা আর ফিরিয়ে নেওয়া যায় না!”
এত:পর_অভিমান ভেঙ্গে তাদেরকে ভালোবেসে গেলাম!