আমি এক ফিনিক্স পাখি
জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিলেও
ঠিক তিনদিন পর পূনঃজন্ম হয় আমার
ডানায় রঙধনু রঙ নিয়ে
মনে ভালোবাসার সুর হয়ে,
আবারো চলতে থাকি।
আমার চোখের জলে তোমরা মনের রোগ সারিয়ে নিও
আর আমায় এক জীবন ইতিহাস দিও।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com