ডাক আসবে যে কোন সময়!
দুয়ার হরহামেশাই খোলা,
প্রেয়সী থাকবে পাশে যদিও
হারাবো পথেই একেলা।
এ ভুবনে স্থায়ী আমি কতকাল!
তদুপরি বাঁধা দেওয়ার সাধ্যের
ক্ষমতা ধরা পথে বেশ শূন্য।
বয়ে চলা অশ্রু মুছে,
যাত্রা পথে আবারও আমি একা!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com