ইচ্ছে থাকলে উপায় হয়
উপায় হলেই কি সব?
শিখতে পারলেই কিছু একটা
জুটরে কি সুখের অনুভব!
রটল গুজব ছড়ানো চৌদিক
কিবা হলো কতটাবা কার!
বদনামের স্মৃতিচিহ্ন লোপাট
কখনও কি সম্ভব একেবার?
বজ্জাতি আর বেহায়াপনার
সীমানা প্রাচীর আছে কিনা?
সমাজ পরিবার রাষ্ট্রের কি দায়
ঠিকই তো চলবে পৃথিবী আমিহিনা!