আমার ভীষণ ইচ্ছে করে
তোমার সঙ্গে থাকি,
ভালোবেসে সারাজীবন
হাতটা ধরে রাখি।
দিন কাটাই যে হাসিখুশি
দুঃখ কে না বলে,
বকুল ফুলের মালা গেঁথে
দেই পরিয়ে গলে।
আরো কত ইচ্ছে আমার
পুষে রাখছি মনে,
সাগর তীরে তোমায় নিয়ে
ভাবি প্রতিক্ষণে।
শুনবে যবে সেসব কথা
চিনবে আমায় তুমি,
অবাক হয়ে যাবে তখন
সত্যিই বলছি সুমি!
বাড়বে তখন মায়া যে খুব
জানি খুবই জানি,
রাখবে তখন নিজের কাছে
আঁচল ধরে টানি।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com