প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ৬:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১২, ২০২৩, ৪:৫৭ অপরাহ্ণ
আমার বীর জননী
আমি যখন পেটে এলেম
ডাক্তার তখন জানিয়ে দিলেন,
আমাকে দুনিয়াতে আনতে
হতেপারে তোমায় মরতে।
তবুও তুমি বীরের মতো
সহ্য করে আঘাত শত,
আমায় দেখালে পৃথিবীর আলো
তোমার মতো কেউ বাসেনা ভালো।
আমি যখন পেটে তোমার হয়েছিল যক্ষা
সবাই বলতো আমরা দুজনের হবেনা রক্ষা,
বাবা তোমার পাশে থেকে করেছেন সুরক্ষা
আশেপাশের মানুষগুলো শকুন চোখা।
সবার তোঁতা মুখ ভোঁতা করে
দেখালে সূর্য কোন এক ভোরে,
হিংসুটে মানুষগুলো দিয়েছে দূরে ঠেলে
বাবা রেখেছেন ভালোবাসায় আমাদের আগলে।
ভালোবাসা দোয়া যত পেয়েছি দুনিয়ায়
মাগো এমন করে আখিরাতে ও যেন পায়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com