স্বাধীন হতে লেগেছে সময়
দীর্ঘ নয়টি মাস
যুদ্ধ করে বিজয়ী হয়ে
স্বাধীন দেশে বাস।
স্বদেশপ্রেমী বঙ্গ জনতা
দিয়েছে জান-প্রাণ
লড়াই করে বিজয়ী হয়ে
দিয়েছে বীরত্বের প্রমাণ।
পেয়েছি মোরা স্বাধীন দেশ
লড়াই করার পরে
লাল-সবুজের স্বাধীন পতাকা
দেশজুড়ে উড়ে।
মোরা বাঙালি বীরের জাতি
দেশকে ভালোবাসি
সম্মিলিত চেষ্টা করে সবার
মুখে ফোটাবো হাসি।