চাষী ভাইদের ঘাম ঝরা সেই
শ্রমের হয় না তুল্য,
এখন থেকে দিতে হবে
তাদের সঠিক মূল্য।
সব সাধকের বড় সাধক
কৃষক কেনো দুখে,
দেখতে চাহি হাসি আমরা
সদায় তাদের মুখে।
রোদ বৃষ্টিতে ভেজে ওরা
কত কষ্ট করে,
আরাম আয়েশ ভুলে গিয়ে
ফসল উঠায় ঘরে।
তাঁদের কেনো করি হেলা
দেখি নিচু চোখে,
দেয় না আজি প্রাপ্য সম্মান
আমরা অনেক লোকে!
এই ভেদাভেদ ভুলতে হবে
দেশের চাইলে ভালো,
দূর করো ভাই জমে থাকা
মনের হিংসা কালো।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com