আমার দাদু যোদ্ধা ছিলেন
যুদ্ধ করছেন বেশ,
দেশের যত শত্রু ছিলো
যুদ্ধে করছেন শেষ।
পাক সেনাদের এদেশ হতে
করে দিছেন দূর,
দাদুর বুকে সাহস ছিলো
ভরপুর টইটম্বুর।
বীর সাহসী এই দাদুরা
স্বাধীন করেন দেশ,
দেশের ভিতর আজও আছে
পাক রক্তদের রেষ।
স্বাধীন হয়ে নয়তো স্বাধীন
বলনা দাদু বল,
দাদু বলেন মানুষ এখন
পাকদের চেয়েও খল।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com