কবিতা
জন্ম তোমার বাংলাদেশে
মনের রাজা সুমন
মিলিত হলাম একই সাথে
নতুন বৃক্ষরোপণ।
প্রাণ হরিণী সাহারা
এলে আমার ঘরে
তোমায় পেয়ে উৎফলিত
রাখবো সদয় ধরে।
দুটি মনের সংগ্রামকৃত
দুষ্টু, মিষ্টি বাধন
আমরা দু’জন থাকবো ক্ষণে
নব কিছু সাধন।
প্রভুর দিশায় মগ্ন তুমি
কাঁদো গভীর রাতে
সরল, স্বভাব প্রাণপ্রিয়ষী
থাকবো তোমার সাথে।
বরিশালে জন্ম তোমার
গুণান্বিত প্রিয়া
একই ডোরে রাখবো বেঁধে
ওগো আমার হিয়া…..