আমার গ্রামে হেমন্ত এলো
শীতের চিঠি নিয়ে,
ঘাসের ডগায় শিশির জমে
হালকা কুয়াশা দিয়ে।
শিশির ভেজা শিমুল ফুল
টকটকে লাল বেশ,
তাইতো টিয়া গান ধরেছে
হেমন্তের এই দেশ।
আমন ধানের চিঁড়ে মুড়ি
ভাঁজে বসে বুড়ী,
সবুজ মাঠে হিমেল বাতাস
উড়ায় শিশু ঘুড়ি।
আমন ধানের মিষ্টি গন্ধে
কৃষকের মন হাসে,
মোদের দেশে আবার যেন
হেমন্ত ফিরে আসে।