• আজ- রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন

আমার একুশ

ড. এস, এম, মনির-উজ-জামান / ১৩৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

add 1
  • ড. এস, এম, মনির-উজ-জামান

একুশ তুমি শিখিয়েছ প্রতিবাদের ভাষা
একুশ তুমি চৈত্র দিনে এক আকাশ ভরা বরষা।
একুশ তুমি মুক্তির বাতায়নে হৃদয়ের ক্যানভাসে
আমার স্বাধীনতার আল্পনা আঁকা।
একুশ আমার লাল সবুজের পতাকা।
একুশ আমার পহেলা বৈশাখ-
একুশ আমার পান্তা ভাত আর ইলিশের উৎসব।
একুশ আমার চারুকলার মঙ্গল শোভাযাত্রা।
একুশ আমার সারা বিশ্ব জুড়ে নির্যাতিত মানুষের মুক্তির বারতা।
একুশ মানে শিকল ভাঙ্গার গান
একুশ আমার মুক্ত জীবনানন্দ, উচ্ছ্বাসে দীপ্র কোটি বাঙ্গালীর স্পন্দিত প্রান।
একুশ মানে মুক্ত বিহঙ্গের মতো আকাশে ডানা মেলে দেওয়া
একুশ মানে না পাওয়ার মাঝে অনেক পাওয়া।
একুশ মানে বাঙ্গালী কখনো মাথা নোয়াবার নয়
একুশ মানে জনতার কন্ঠে দীপ্ত শ্লোগান জয় বাংলা-বাংলার জয়।
একুশ আমার দীপ্ত অহংকার
একুশ আমার মায়ের ভাষায় কথা বলার অধিকার।
একুশ মানে আমি বাঙালী-
একুশ মানে ফাগুনের আঙিনায় পুষ্পিত কুসুমকলি
একুশ মানে বঞ্চনার চির অবসান
মুক্তির মন্ত্রে দাউ দাউ করে জ্বলে উঠা শিখা অনির্বাণ।
একুশ আমার ছোট্ট শিশুর হামাগুড়ি দিয়ে পথ চলা
কন্ঠে তাঁর আধো আধো বোল
একুশ আমার একঝাক বুনোহাঁসের ঝিলের জলে ডুব সাতার খেলা।
পাখ- পাখ-পাখালীর মুখরিত কোলাহল
একুশ আমার জোনাক জ্বলা রাতি
একুশ আমার তিমির রাতে রূপালী আলোর ঝালোর বাতি।
একুশ আমার মায়ের মুখের অনাবিল হাসি
একুশ আমার ডানপিটে কৈশোর, দুরন্ত যৌবনের উচ্ছাস ভরা দিবানিশি।
একুশ আমার রবীন্দ্রনাথ, কাজী নজরুল-
রক্ত চন্দনে সুরভিত কৃষ্ণচূড়া আর পলাশ, শিমুল।
একুশ আমার কোজাগরি রাত-
একুশ আমার সোনালী ফসলে ভরা মাঠ
একুশ আমার প্রভাত ফেরী
একুশ আমার তুলসী তলায় প্রদীপ জ্বালে স্বর্ণকুমারী।
একুশ মানে রক্ত ঝরা ফাগুন আমার দুঃখিনী বাংলার
একুশ মানে নেই শংকা পথ হারাবার।
একুশ মানে উত্তপ্ত রাজপথ বায়ান্ন থেকে একাত্তর
একুশ মানে বধিব প্রান, যতসব বেইমান, চিরশত্রুর।
একুশ মানে সমুদ্র-মেখলা, সুনীল আকাশ- অবারিত সবুজের ছায়াঘেরা পথ
একুশ মানে বুক ভরা নির্ভরতার নির্মল বাতাস
একুশ মানে রক্তে ভেজা আসাদের শার্ট।
একুশ মানে খোলা জানালা- দক্ষিণার উদাস করা সমীরন।
একুশ মানে পৌষ ফাগুনের মেলা
উষার আঁচল ভরা সোনালী রোদের কিরন।
একুশ আমার বাসন্তী উৎসব- অন্তরময় রঙের খেলা।
একুশ আমার বাংলা একাডেমীর বইয়ের মেলা
একুশ মানে এসেছে সুদিন-
উন্নয়নের মহীসোপানে অবিরাম আমার এদেশ।
একুশ মানে সদাজাগ্রত মুক্তিযোদ্ধার সঙ্গীন
যেথা ভালোবাসা অনিশ্বেষ।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ

আজকের দিন-তারিখ

  • রবিবার (সকাল ৭:১৭)
  • ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪ রবিউল আউয়াল, ১৪৪৬
  • ২৪ ভাদ্র, ১৪৩১ (শরৎকাল)
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT