আমি বুঝিনা বাজার অর্থনীতির তত্ব
আমি বুঝিনা বাজেট
আমি দেখি সুর্যের চেয়েও বাজার উত্তাপ
খালি হয় পকেট।
বুঝিনা মূল্যস্ফীতি টাকার অবমুল্যায়ন
দুবেলা জোটেনা ভাত
যা রোজগার হয় তা নিয়ে
ভবিষ্যত শংকায় মাথায় হাত।
আমি দেখি মুস্টিমেয়র অঢেল টাকা
ফুরোবেনা দশ প্রজন্ম বসে
আমার দিনান্তে যা উপার্জন
দেখি চোখে ফুল সর্ষে।
আমি চিনিনা সুইস ব্যাংক
বুঝিনা টাকা পাচার
সংসার চালাতে হিমশিম
আমি অক্ষম লাচার।