আমাদের বাবা ছিলেন একজন গার্মেন্টস শ্রমিক–
যিনি কঠোর পরিশ্রম করতেন সংসারের জন্য।
অফিস শেষে বাবা রোজ রাত্রিতে ঘরে ফিরতেন–
আর আমরা তিন ভাইবোন দারুণ উৎকর্ষা নিয়ে
বাবার জন্য অপেক্ষা করতাম।
বাবা আমাদের হাতে তুলে দিতেন হরেকরকম চকলেটের প্যাকেট,
আমরা বেশ খুশীতে খেতাম।
বাবা গত হয়েছেন আজ প্রায় পনেরো বছর–
মা এখন প্রায়ই বৃদ্ধ ! আমরা সবাই সংসারি,
আমাদের আর চকলেট খাওয়া হয়না!
এইতো সেদিন মেলা থেকে রোদেলার জন্য
চকলেটের প্যাকেট কিনে বাড়ি ফিরতে ফিরতে
হঠাৎ মনে পড়লো বাবার কথা!
বাবারা বুঝি এমনই হোন–
যিনি সারাদিন নিজে না খেয়েও সন্তানদের খাওয়ান–
দারুণ তৃপ্তি নিয়ে!
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com