আমাদের নজরুল
গানেরই বুলবুল,
সুবাসিত তাজা ফুল
নেই তাঁর কোনো তুল।
ডাকনাম দুখু তাঁর
শৈশবে অন্ধকার,
অভাবের সংসার
অর্থ নেই পড়ার।
কাব্যে দ্রোহের সুর
বাড়ায় মনের জোর,
গজলও সুমধুর
জীর্ণতা করে দূর।
নজরুল ছোটদের
নজরুল বড়দের,
নজরুল যুবাদের
নজরুল আমাদের।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com