অপরূপ সুন্দর আমাদের দেশ
লাল সবুজের সমাহার,
পাহাড় পর্বত আর সমুদ্র সৈকত
বয়ে চলা ঝর্ণার বাহার।
প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা দেশ
সোনালি ফসলের মাঠ,
গ্রামের মেঠো পথ পেরিয়ে যেন
নিত্য বেচাকেনার হাঁট।
রাখাল চড়ায় মাঠে গরু মহিষ
কৃষকেরা করে চাষ,
আউশ আমন যেন সবই ফলে
সোনালি পাটের আঁশ।
আথালভরা কৃষাণীর হাঁস মুরগী
গোলাভরা যে ধান,
খালে বিলে জেলেরা ধরে মাছ
মাঝির কণ্ঠে গান।
নানান প্রকৃতির ফুল ফলে ভরা
পাখিদের কোলাহল,
মৌমাছি আর প্রজাপতির মেলা
দীঘি ভরা কালোজল।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com