একদিন সেই পল্লী গাঁয়ে হবে আমাদের চিলেকোঠা
তখন বয়সের ভারে দু’জন হেলে পড়বো,
শহুরে জীবন থেকে অবসর নিয়ে আমরা পা বাড়াবো পল্লীর ঝিরিঝিরি পাতার শব্দ শুকে নিতে।
চাঁদের আলোয় আমাদের চিলেকোঠার সিঁড়িতে বসে গল্প আর খুনসুটি করবো।
ঝুম বৃষ্টিতে টিনের চালের সুমধুর সুরে সুরে আমরা কাঁথামুড়িয়ে ঘুমিয়ে পড়বো।
তখন বৃষ্টিতে ভিজতে চাইলে তুমি হাতদুটো চেপে ধরে ঘরে নিয়ে যাবে কারণ শরীরে অসুখ করবে যে,,
বন্ধু বান্ধব সংখ্যায় কমে যাবে কারণ আমরা যে বুড়ো।
আমি কিন্তু তখনও তোমার সাথে দুষ্টুমি করে চিলেকোঠা মাতিয়ে রাখবো।
আমার পাশে তুমি হলেই আমাদের চিলেকোঠা জমজমাট মনে হবে।
আমাদের চিলেকোঠা পরিপূর্ণ রাখতে আমরা দু’জন মিলে ইচ্ছেমতো মজা করবো।
হোক বয়স তাতে কী?
পল্লী গাঁয়ের চিলেকোঠায় হবে কবিতার চাষ,হবে শব্দ নিয়ে খেলা।
রাত জেগে চিলেকোঠায় কবিতা লিখবো আর পাশে থেকো তুমি।