প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২১, ২০২৪, ১:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৩, ৩:৩০ অপরাহ্ণ
আমরা শ্রমিক
কোদাল, হাতুড়ে, কাস্তে, শাবল
এই আমাদের অবলম্বন।
দেহটা রোদে পুড়ে ছাই
হারিয়েছি সহায় সম্বল।
আমাদের রক্তে নির্মিত হয়
রাজপ্রাসাদ তোদের।
তোরা শোষক রাজা
হক মেরেছিস মোদের।
আমাদের ভাগ্য নিয়ে তোরা
খেলিছিস ছিনিমিনি।
সাবধান হোস লুটেরার দল
হাড়ে-হাড়ে তোদের চিনি।
আমাদের ন্যায্য অধিকার এবার
ফিরিয়ে দে তোরা।
নইলে হাতুড়ির আঘাতে ভেঙ্গে দেব
তোদের হাটুর জোড়া।
আমরা শ্রমিক, শ্রমিকই আছি
ভাগ্য গড়েছে তোদের।
বেদনায় কাতর হাতুড়ি, শাবল
সঙ্গে আছে মোদের।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com