আমরা শিশু, আমরা কাঁচা
আমরা স্বপ্নে ঠাসা,
আমরা গড়ব সোনার বাংলা
আমরা দেশের আশা।
আমরা ছোট, আমরা পাখি
আমরা গগন টুটি,
আমরা করব বিশ্ব বিজয়
আমরা ভালো জুটি।
আমরা নবীন, আমরা সবুজ
আমরা নাহি টলি,
আমরা হবো দেশের সেবক
আমরা ফুলের কলি।
আমরা আকাশ, আমরা তারা
আমরা সুখে উড়ি,
আমরা কাড়ব সবার নজর
আমরা রঙিন ঘুড়ি।