নিশীথের অন্ধকারে আইসো গো সখি, প্রশান্তির বাহক হয়ে
চাঁদনি রাতে সঙ্গ দিও, স্বস্তির বার্তা নিয়ে।
আলিঙ্গন কইরো সন্ধ্যা রাতে, স্মৃতির বাতাস হয়ে
অভিমানটুকু ভুলে গিয়ে, আইসো কল্পনাতে।
ভুলে যেও তীক্ষ্ণ অতীত, মুছে দিও অভিমান
বানের জলে মিশে ছিল যেথায় মান-অভিমান।
ভেঙে ফেলো বিচ্ছেদের দেয়াল, আঁকড়ে ধরো প্রেম
মেজে মেজে পরিষ্কার করে, হিয়া করো চকচকে ফ্রেম।
গেঁথে রাখ হিয়ার মাঝে স্বচ্ছ আবেগের টান
স্বার্থ ভুলে ভেঙে দিও, দুষ্ট প্রেমের বান।
আমন্ত্রণ রইলো প্রেমের দেশের স্বচ্ছ শহরে
ইচ্ছে হলে আইসো সখি, প্রেমের বহরে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com