জগতে কাকে ভাই
ভাবো তুমি আপন
আপন সাজে সবাই
তাহলে কে দুশমন ?
আপন আপন বলে
কথা নেয় লুটে
মর্ম কথা জেনে সে
স্বার্থ নিয়ে ছুটে।
নিজ স্বার্থে কথা বলে
কথার ছলে কথা
অন্যের কথা বলতে যেন
লাগেনা তার ব্যথা।
জানতে চাইলে তার বিষয়ে
কোনো কিছু ভাই
এদিক থেকে সেদিক নিবে
প্যাঁচের সিমা নাই।
দিনরাত্রি কথা বলবে
রসিকতা লাগিয়ে
নিজের যদি কিছু হয়
রাখে সে তা লুকিয়ে।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com