কাজী আব্দুল্লা হিল আল কাফী
আপন মানুষ বিপদে ফেলে
খিলখিলিয়ে হাসে,
যত'ই তোমার হয়না আপন
ঝাড়ি মেরে কাশে।
বিপদে ফেললে হয় যে খুশি
পায় যে খুব আনন্দ,
যত থাকুক ভালো ব্যবহার
থাকনা দ্বিধা দ্বন্দ্ব।
বোঝেননা সে ভালো মানুষ
বোঝেনা কে কেমন,
বিপদে ফেলে বেশ যে খুশি
মনে আনন্দ যেমন।
আপন মানুষে বিশ্বাস করা
এখন বড়ই যে দায়,
সবসময় যে বিপদে ফেলে
করে যেন হায় হায়।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com