দালান বাড়ি চলার গাড়ি
ঐ ব্যাংক ভর্তি যত টাকা
পড়ে রবে স্বজন পরিজন
তারা বিদায় দিবে এ্যাকা।।
সঙ্গের সাথী হবে না কেউ
কেউ রবে না পাশে
মরে গেলে পড়ে থাকে
ছুঁ'য় না কেউ আর লাশে
কি রেখেছ তার তালাশে
ঘুরবে পেলে একটু ফাঁকা।।
সোনার দেহ পঁচে যাবে
মাটির আন্ধার ঘরে
এতো স্বজন এতো পরিজন
কেউ নাই তোমার তরে
কি হাল তোমার আন্ধার ঘরে
দিয়া রাখছে তোমায় ঢাকা।।
সম্পাদক ও প্রকাশক: মো. আব্দুর রহমান
লেখা পাঠানোর ইমেইল: sahityapata24@gmail.com