• আজ- বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ১১:০৯ অপরাহ্ন

আন্দোলন করে টায়ার্ড হওয়ার পর শিক্ষকদের সঙ্গে বসব : প্রধানমন্ত্রী

লেখক : / ১০৮ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৪ জুলাই, ২০২৪

add 1

‘পেনশন নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি-দাওয়ায় কিছু ভ্রান্ত ধারণা আছে। পেনশন ফান্ড বলে কিছু নেই। সর্বজনীন পেনশন স্কিম করেছি সবার জন্য। আন্দোলন করে টায়ার্ড হওয়ার পর শিক্ষকদের সঙ্গে বসব।’ সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ বাস্তবায়নের বিরোধিতা করে আন্দোলনরত শিক্ষকদের নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। রোববার (১৪ জুলাই) বিকেল ৪টার পর গণভবনে চীন সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ১ জুলাই চালু হওয়া সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’-এর বিরুদ্ধে ওঠা বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আপত্তিগুলো খণ্ডন করে পাল্টা যুক্তি দেওয়া হচ্ছে সরকারের নানা মহল থেকে। তবে আন্দোলনকারী বিশ্ববিদ্যালয় শিক্ষকরা এসব যুক্তি মানছেন না। ২ জুলাই অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী শিক্ষকদের আন্দোলনের যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেন।

গতকাল শনিবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৈঠক শেষে ওবায়দুল কাদের বলেন, এ বছর নয়, আগামী বছর থেকে সর্বজনীন পেনশন স্কিম ‘প্রত্যয়’ চালু হবে। আলাপ আলোচনার ভিত্তিতে ওই বছরের ১ জুলাই থেকে পেনশন স্কিমের অন্তর্ভুক্ত হবে। আর বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দাবিনামা প্রধানমন্ত্রীর কাছে উত্থাপন করা হবে। এদিকে ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠক শেষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া আলোচনা সন্তোষজনক হয়েছে বললে জানালেও আজ এক বিবৃতিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় সংগঠনটি।

add 1


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য লেখা সমূহ
Raytahost Facebook Sharing Powered By : Sundarban IT