বন্দি জীবন মন্দ না
সবাই করে এর বন্দনা,
কেহবা দেয় সান্তনা ।
কবির কথায় কালের পাতায়,
বিশ্ব আজ হাতের মুঠোয়।
তাতে কি মিলে শান্তি?
নাকি পুরোটাই মোদের ভ্রান্তি?
উন্নতির শিখরে থেকেও
হচ্ছে যে কত অবনতি।
তা থাকে না কোনো হিসাবের তালিকায়,
সবকিছু হারিয়ে যাচ্ছে আধুনিকাতায়।
যদিও বিশ্ব জগৎ হয়েছে সহজলভ্য,
তবুও বেড়েছে মানুষের প্রতি মানুষের দৌরাত্ম্য।
নিজেদের মধ্যে করে দ্বন্দ
পায় কি যে আনন্দ!
এখানেই তো শেষ নয়
মুচ্ছে যাচ্ছে মনুষ্যত্বের পরিচয়,
কাকে কিভাবে ঠকানো যায়
সর্বদাই থাকে এই চেষ্টায়,
নাম লিখাচ্ছে স্বার্থপরদের খাতায়।
অধিকাংশ মানুষ ভুগছে হীনমন্যতায়
এসব চিন্তা ভাবনা ঠেকানো হচ্ছে দায়।
আর করা যাবে না দেরি, চলো বেড়িয়ে পরি
রক্ষার্থে মনুষ্যত্বের পরিচয়।
অসাধারণ