দূরন্ত শৈশব, বাঁধাহীন ভালোবাসা,
বাবার প্রিয় আদরের মানিক!
হৃদয়ের উৎসারিত আবেগ
ছুঁয়ে থাকা ছোট্ট হাতের স্পর্শ।
বাবাকে বুঝতে শিখেছে একটু একটু
বাবা বাঙালীর প্রাণ,বাবা একটি
মানচিত্র!
পৃথিবীর ইতিহাস যিনি।
কচি মনে আঁকিবুঁকির বিস্তারে
যে টুকু দেখে জনতার আগমনে
ড্রয়িংরুমে আলাপচারিতায়
বাবার কোলে বসে
সবটুকু হয়ত বুঝতে পারেনি বাবাকে।
যে বুক তাকে আগলে রাখত
পরম মমতা জড়িয়ে
যে বুক আগলে রাখত
সাড়ে সাত কোটি বাঙালিকে।
হায়রে! সীমার বিদ্ধ করলো
সেই বুকের পাঁজর,
হায়েনার মতন মাংসাশী প্রাণীগুলো
থামেনি তাতে
ছোট্ট অবুঝ শিশু রাসেল!
সে কি বুঝে রাজনীতি, ষড়যন্ত্র?
ওকেও বলি হতে হলো
পাষাণ কুকুরের কামড়ে।
বিভৎস নির্মমতায়
হারিয়ে গেল সেই হাসি চিরতরে।
বুলেটের আঘাত রাসেলের শরীরে
রক্তে ভিজে গেল বাংলাদেশ
ভিজে গেল কোটি বাঙালির চোখ।
আজো দাগ কাটে কোটি হৃদয়ে
এই নামটি বাবার মতন ইতিহাস হয়ে।