এক তরুণ যুবতী মেয়ে সে,
মনে তার অনেক স্বপ্ন।
ছোট্ট পরিবারের ছোট্ট মেয়ে সে।
সবার খুব আদরের।
তার ডাক নামের অভাব নেই।
ডাকে তাকে অনেক নামে।
তার ছোট্ট জীবনে ছোট্ট কিছু স্বপ্ন ।
স্বপ্ন দেখতে সে ভয় পাই না।
ভয় পাই স্বপ্নটা সত্যি করতে।
মনের দিক থেকে সে খুবই ভালো।
সে খুব অল্প সময়ে মানুষকে আপন করে।
তার করুন মায়া ভরা চোখ দুটি দেখে যেন মানুষ,
হারিয়ে যায় তার মায়ায়।
এক তরুণ যুবতী মেয়ে সে।